আসামি গ্রেফতার করতে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্যসহ আহত ৭

Posted on March 14, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ধর্ষণ চেষ্টা মামলার আসামি ধরতে গিয়ে আসামীর পরিবারের সদস্যদের হামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মার্চ) বিকেল ৫টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সালাউদ্দিন মিফতা (৩০), আনোয়ার মিয়া (৩৩), এএসআই তপন দেব (৩৫) ও কনস্টেবল আফরোজ মিয়া (২৭)।

জানা যায়, গত ৪ মার্চ উপজেলার কাদিপুর ইউনিয়নে একটি ধর্ষণ চেষ্টার ঘটনার জেরে হোসেনপুর এলাকার বাসিন্দা তারা মিয়ার ছেলে চিহ্নিত বখাটে আজাদ মিয়া (৪২)। ওই ঘটনায় ভোক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার পরদিন থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে গত ১২ই মার্চ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। বুধবার (১৩ই মার্চ) বিকেলে আসামী আজাদ মিয়াকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায় থানার এসআই সালাউদ্দিন মিফতা, আনোয়ার মিয়া, এ এস আই তপন দেব ও কনস্টেবল আফরোজ মিয়া। এসময় আসামী আজাদকে আটকের চেষ্টাকালে আসামীর পরিবারের লোকজন পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়ায় এবং ধস্তাধস্তি শুরু করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আসামী আজাদ মিয়া পালিয়ে যায়। হামলায় ৪ পুলিশসদস্য ছাড়াও মামলার বাদী কয়েছ মিয়া (২৯), তাঁর মাতা ওমরুন নেছা (৬০), ভাই নাবিল (২১) হামলায় আহত হন।

পরে কুলাউড়া থানার অন্য পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য্য বলেন, আহত ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আঘাতপ্রাপ্ত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান আছে।