দরবৃদ্ধির শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

Posted on March 13, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ১১২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০-৬-২০২২ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ৩৪১ কোটি ৪৭ লাখ টাকা। কোম্পানিটির স্বল্প মেয়াদী লোন ছিল ৮ কোটি ৭৩ লাখ টাকা ও দীর্ঘ মেয়াদী লোন ছিল ২৪ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। ডিএসিতে কোম্পানির কোন ক্রেডিট-রেটিং তথ্য দেওয়া নেই। অর্থাৎ কোম্পানি ক্রেডিট-রেটিং এর ঘর সম্পূর্ণ ফাঁকা রয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১২২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২কোটি লাখ ২৩ লাখ ৩৯ হাজার ৪৫৫ টাকা।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ২৯-২-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪০.৭১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৫.৭৮ শতাংশ শেয়ার এবং বাকি ৪৩.৫১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদেও মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ২২.০০ টাকা থেকে ৩৫.৩০ টাকা। আজকের দর উঠানামা হয়েছে ৩৫.৩০ টাকা থেকে ৩৫.৩০ টাকার মধ্যে। গতকাল সমাপনী দর ছিল ৩২.১০ টাকা, আজকের ওপেনিং দর ছিল ৩৫.৩০ টাকা এবং আজকের সমপনী দর ছিল ৩৫.৩০ টাকা। ২০২৪ সালে পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড বর্তমানে এন ক্যাটাগরিতে অবস্থান করছে।