সূচকের পতনে শেষ হলো লেনদেন

Posted on March 13, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার (১৩ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। একই সাথে গতদিনের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৫ কোটি ৬৯ লক্ষ ৫৪ হাজার ৭৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৮৩ কোটি ৩০ লক্ষ ৩৭ হাজার ৬৮৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩২.৭৭ কমে ৫৯৭৪.১১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.২৭ পয়েন্ট কমে ২০৫৬.৫৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.০৮ পয়েন্ট কমে ১৩০০.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: তৌফিকা ফুড, ফু-ওয়াং সিরামিক, গোল্ডেন সন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসএস স্টীল, অরিয়ন ইনফিউশন, জিপি, সেন্ট্রাল ফার্মা, বিএটিবিসি ও মুন্নু ফেব্রিক্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়াটিক লেব্রেটোরিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন সন, মুন্নু ফেব্রিক্স, তৌফিকা ফুডস, বিডি থাই অ্যালুমিনিয়াম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস ও কাট্টালী টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: কর্ণফূলী ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, রিজেন্ট টেক্সটাইল, ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ, ফারইস্ট ফাইন্যান্স, রূপালী ব্যাংক, তাল্লু স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৩২৪৮৬৯৭৮৩২০৩.০০।