সাংবাদিক রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Posted on March 12, 2024

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টায় জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে

মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা, ডিবিসি নিউজের সাতক্ষীরা

প্রতিনিধি এম. বেলাল হোসাইন, উন্নয়ন কর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এসএম মহিদার রহমান,

প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৫ মার্চ শেরপুরের নকলা ইউএনও অফিসে আইনি প্রক্রিয়ায় তথ্য চাইতে গিয়ে দৈনিক দেশ রুপান্তরের উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। যা খুবই দুঃখ জনক। বক্তারা এসময় অবিলম্বে সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তির জোর দাবী জানান। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অপব্যবহারকারীদের সংশ্লিষ্ট ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এসিল্যান্ড শিহাবুল

আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।