চুয়াডাঙ্গায় মাদক কারবারী দু’গ্রুপের সংঘর্ষ; দুজনকে কুপিয়ে জখম, গ্রেফতার ৫

Posted on January 21, 2023

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তে ফেনসিডিল চোরাচালানের সময় দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। উদ্ধার করা হয়েছে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল।

আজ শনিবার বিকেল সাড়ে ৩ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকালে জয়নগর সীমান্তের ন্যারা বটতলা এলাকায় বাংলাদেশী চোরাকারবারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি। সেখান থেকে আটক করা হয় ৫ জনকে। উদ্ধার করা হয় ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫ টি মোবাইলফোন।

আটককৃতরা হলেন- জয়নগর গ্রামের ইজাজুল হকের ছেলে জিয়ারুল ইসলাম (২১), মৃত আলামিন শেখের ছেলে হাসমত আলী (৩৫), দিল মোহাম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৬), আইয়ুব আলীর ছেলে লাল্টু শেখ (৩৬), ও আজল আলীর ছেলে মিনারুল ইসলাম (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত জিয়ারুল ইসলামের কাছ থেকে ৫০ বোতল ও হাসমত আলীর কাছ থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক আরও জানান, আটক জিয়ারুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ফেনসিডিল চোরাচালানের সময় সুলতানপুরের চোরাকারবারী পলাশ তাদের মালামাল ছিনিয়ে নিতে যেতে চাইলে তখন দুই গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে পলাশ গ্রুপের লোকজন তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তাদের গ্রুপের মিনারুল ও আরিফ আহত হয়। আহত দুইজনের মধ্যে একজনকে ঘটনাস্থলে পাওয়া গেলেও অপর জন পালিয়ে যায়। আহত মিনারুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আটককৃত ৫ জনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে। মামলায় আটককৃতরা ছাড়াও আরও ৭ জনকে পলাতক আসামী করা হয়েছে।