লেনদেনের শীর্ষে এসএস স্টিল

Posted on March 12, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসএস স্টিল লিমিটেড।

আজ মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আজ মঙ্গলবার (১২ মার্চ) এসএস স্টিলের ৩২ কোটি ৫০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের আজ ৩১ কোটি ২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন, লাভেলো আইসক্রিম, আলিফ ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।