ময়মনসিংহে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ড B2 ৫ম আউটলেট উদ্বোধন

Posted on March 12, 2024

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট টীমের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন সোমবার (১১ মার্চ) বিকেলে ফিতা কাটার মাধ্যমে এই সুবিশাল আউটলেটটি উদ্বোধন করেন। পরে তিনি এই পুরো আউটলেটটি ঘুড়ে দেখেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন B2 (বিটু) ব্রান্ডের স্বতাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

B2 তে রয়েছে জেন্টস, লেডিস, কিডসের এক্সপোর্ট কোয়ালিটির সকল আইটেম। রয়েছে ইন্টারন্যাশনাল ব্রান্ডেড প্রোডাক্ট। B2 র নিজস্ব ডিজাইন করা লেডিস ড্রেস থ্রি এঞ্জেল ব্র্যান্ড্রর প্রোডাক্ট এবং ঈদের পাঞ্জাবী রয়েছে যা ইত্যিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতাদের কাছে।

B2 -র স্রত্তাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী বলেন, ক্রোতাদের চাহিদা এবং ভালোবাসার কারনেই আমাদের এই আউটলেটের যাত্রা। ভবিষৎ-এ চেষ্টা অব্যাহত থাকবে।

প্রধান অতিথি হাবিবুল বাশার সুমন বলেন, B2 - র অন্যান্য আউটলেটগুলোর মতো এই আউটলেটটিও ময়মনসিংহবাসীর ফ্যশন চাহিদা মিটাবে এবং প্রিয় হয়ে উঠবে।

উদ্বোধন উপলক্ষে এই আউটলেটে রয়েছে ১১ই মার্চ (সোমবার) থেকে ১৩ই মার্চ (বুধবার) পর্যন্ত ২০% বিশেষ জিসকাউন্ট।