দর পতনের শীর্ষে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১

Posted on March 11, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১।

আজ সোমবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৮.৬৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর কমেছে ২ টাকা ৬০ পয়সা বা ৮.৩৬ শতাংশ।

আর ৮ টাকা ৩০ পয়সা বা ৭.৯২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এইচ. আর. টেক্সটাইল লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, কর্ণফুলী ইন্সুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, এসিআই লিমিটেড, ফনিক্স ফাইন্যান্স, মুন্নু ফেব্রিক্স এবং সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড।