মৌলভীবাজারে ডেমোক্রেসি ইন্টারন্যশনাল আয়োজিত "আন্তর্জাতিক নারী দিবস পালিত"

Posted on March 11, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যশানাল আয়োজিত এই সভায় নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে সূচনা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম। এরই ধারাবাহিকতায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়।

পরবর্তীতে উপস্থিত সদস্যগন কয়েকটি দলে বিভক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় বিষয় তুলে ধরেন। এছাড়াও রাজনৈতিক দল গুলো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করনীয় কি হতে পারে সে সকল বিষয়ও আলোচনায় উঠে আসে। “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিবাদ্যে আয়োজিত উক্ত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়।

উক্ত আলোচনায় প্যানেল অতিথি হিসেবে ছিলেন পারভীন বখত, মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার উপজেলা আওয়ামীলীগ এবং নাসরীন পারভীন, সহ-সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল, মৌলভীবাজার জেলা।

রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক, মৌলভিবাজার জেলা জাতীয় পার্টি, অপুর্ব ক্লান্তি ধর, সহ-সভাপতি, মৌলভিবাজার জেলা আওয়ামীলীগ, মোঃ ফখ্রুল ইসলাম, প্রথম যুগ্ন সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপি, বখশী মেজবাউর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপি, মোঃ আখতারুজ্জামান, সদস্য, মৌলভীবাজার জেলা, আওয়ামীলীগ, হেলেনা চৌধুরী, সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা মহিলা দল সহ আরও অনেকেই।