গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভাওয়াল মির্জাপুর এলাকায় পূর্বডগরী থেকে ঐ কিশোরীর মরদহ উদ্ধার করা হয়। নিহত রেশমা আক্তার রংপুর জেলার শ্যামপুর কলেজ পাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
ইসমাইল হোসেন গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পূর্ব ডগরী এলাকায় শামীমের ভাড়াবাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তবে নিহত রেশমা আক্তার তার দাদা দাদির সাথে রংপুরে নিজ বাড়িতে থেকে শ্যামপুর উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন, গেলো মাসের শেষ সপ্তাহের দিকে স্কুল ছুটির পর নিহত রেশমা বাবা মায়ের কাছে গাজীপুরে পূর্ব ডগরীতে দেড়াতে আসেন বলে জানান নিহতের বাবা। গত মঙ্গলবার সন্ধ্যার পর ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হন রেশমা আক্তার। নিহতের বাবা মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে একটি মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখতে পান, পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নিখোঁজের তিনদিন পর কিশোরীর মরদহ উদ্ধার https://corporatesangbad.com/7225/ |