![]() |

সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়বো “স্মার্ট সোনার বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় তাড়াশ উপজেলা প্রশাসন” উপজেলা ত্রান ও দুর্যোগ বিভাগের আয়োজনে একটি র্যালী বের করা হয় ‘র্যালি শেষে পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়’।
উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান (মনি), ভাইস চেয়ারম্যান মো আনোয়ার হোসেন খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ফরহাদ লথিফ, সমাজ সেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো.রেজাউল করিম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার কোন উপায় এখনো আবিষ্কার হয়নি ‘তবে এবিষয়ে ব্যাপক প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি ন্যুনতম পর্যায় সীমিত রাখা যায়, ফলে দুর্যোগ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে পড়েছে এবং দুর্যোগ মোকাবেলায় সবাইকে এক সঙ্গে ও সমন্বিতভাবে কাজ করার আহবান জানান দুর্যোগ প্রস্তুতি’র আলোচনা সভায় বক্তারা।
এসময় আলোচনা সভায় তাড়াশ উপজেলার সরকারি বেসরকারি দপ্তরে পদস্থ কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ” বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে তাড়াশে র্যালী ও আলোচনা সভা https://corporatesangbad.com/72221/ |