পিপলস লিজিংয়ের লেনদেন শুরু

Posted on March 10, 2024

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের লেনদেন প্রায় ৫ বছর পর আজ 'জেড' ক্যাটাগরিতে শুরু হয়েছে। আজ রোববার (১০ মার্চ) থেকে দেশের ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) কোম্পানিটির শেয়ারের লেনদেন চলছে।

আজ রোববার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটি ৩ টাকা দরে শেয়ার লেনদেন শুরু করেছে। লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যে কোম্পানিটির ৪০ হাজার ১৮৬টি শেয়ার ১২ বার হাতবদল হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে পিকে হালদারের কেলেঙ্কারিতে কোম্পানিটি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। এতে কোম্পানিটির আমানতকারীদের অর্থ ফেরতসহ বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ে সংকট তৈরি হয়। ফলে সে বছর ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছিল ডিএসই।