জীবন হলো বাই-সাইকেলের মত: পলক 

Posted on March 10, 2024

সিরাজগঞ্জ প্রতিনিধি : ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, জীবন হলো বাই-সাইকেলের মত, জীবনের ব্যালেন্স ঠিক রাখতে হলে আপনাকে সচল থাকতে হবে।

শনিবার (৯ মার্চ) সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন-২০২৪ অনুষ্ঠানে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় হচ্ছেন আধুনিক ডিজিটাল বাংলাদেশের রূপকার। তাদের কারণেই আজ আইসিটির ব্যবহার প্রতিটি ঘরেই পৌঁছে যাচ্ছে। ১৫ বছর আগে আমাদের আইসিটি খাদে রপ্তানি আইছিল মাত্র ২৬ মিলিয়ন মার্কিন ডলার। এখন বর্তমানে দাঁড়িয়েছে ১.৯ বিলিয়ন ডলার।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশান কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মুঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্ব জিৎ চন্দ, খাজা ইউনুস আলী বিশ্ব বিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন রেজা প্রমুখ।

এ উপলক্ষ্যে পুরো ক্যাম্পাস জুড়ে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সমাবর্তনে বিশ্ব বিদ্যালয়ে প্রায় সাড়ে ১৬শ গ্র্যাজুয়েট নিবন্ধন করেন। সভাপতিত্ব করেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এসময় বিভিন্ন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডা. এম এম আমজাদ হোসেন স্বর্ণপদক ও সনদ পত্র তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের বিখ্যাত শিল্পীরা।