দলিল হস্তান্তর উৎসব করেছে মুন্সি রিয়েল এস্টেট লিমিটেড

Posted on January 21, 2023

নিজস্ব প্রতিবেদক: গত ২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার বেলা ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় মুন্সি রিয়েল এস্টেট লিমিটেড আয়োজিত “দলিল হস্তান্তর উৎসব-০২”। অদ্য অনুষ্ঠানে এমএম টাওয়ারের শেয়ার মালিকদের রেজিস্ট্রিকৃত দলিল হস্তান্তর সুসম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির এম.ডি জনাব মনিরুজ্জামান মুন্সি, প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম খান সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা ।

মুন্সি রিয়েল এস্টেট লিমিটেডের তত্ত্বাবধানে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে মান্ডা এলাকায় নির্মাণ হতে যাচ্ছে এমএম টাওয়ার। ১৫ কাঠা জমি নিয়ে নির্মিতব্য ১৪ তলা ভবনটিতে আধুনিক জীবন যাপনের সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে।

ক্রেতা সাধারণের জন্য কিস্তিতে এবং এককালীন মূল্য পরিশোধ করে জমির শেয়ার সহ অ্যাপার্টমেন্ট ক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে মুন্সি রিয়েল এস্টেট লিমিটেডের এম.ডি জনাব মনিরুজ্জামান মুন্সি মান্ডা এলাকার অবস্থানগত সুবিধা ও ভবিষ্যৎ সম্ভবনার নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, খুব শীঘ্রই এই এলাকার চেহারাই পরিবর্তন হয়ে যাবে, মান্ডা হবে আগামীর ধানমন্ডি-বনানী।