![]() |

বিনোদন ডেস্ক : ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অমনদীপ সোহির মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই মারা গেলেন আরেক বোন অভিনেত্রী ডলি সোহি। ক্যানসারে আক্রান্ত হয়ে নারী দিবসের সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
গত বৃহস্পতিবার মারা গেছেন এই অভিনেত্রীর বোন অমনদীপ সোহি। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বোনকে হারিয়ে দিশেহারা সোহি পরিবার।
ভারতীয় এবিপি লাইভের এক প্রতিবেদনে জানানো হয়, দুই দশক ধরে ছোট পর্দায় দাপিয়ে কাজ করেছেন ডলি। গত ছয় মাস আগে তার জরায়ু ক্যানসার ধরা পড়ে।
‘ঝনাক’ খ্যাত অভিনেত্রী এই শো’টি শেষ করার আগেই ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার কারণে শো’টিও শেষ করতে পারেননি। ৮ মার্চ সকালে তিনি প্রয়াত হন। তার ১৪ বছরের একজন মেয়েও রয়েছে।
৭ মার্চ প্রয়াত তার বোন অমনদীপও অভিনয় করতেন বলে জানা যায়। ‘বদতামিজ দিল’ ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়া আরও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
পরিবারের পক্ষ থেকে তাদের ভাই মান্নু জানিয়েছেন, শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ডলি মারা গেছেন, অন্যদিকে আরেক বোন অমনদীপের ছিলো জন্ডিস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ২৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই অভিনেত্রী বোন https://corporatesangbad.com/71869/ |