টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন

Posted on March 7, 2024

পুঁজিবাজার ডেস্ক: টেকনো ড্রাগস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।বুক বিল্ডিং পদ্ধতির আইপিও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

শেয়ারবাজার থেকে টাকা তুলে কোম্পানিটির নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে। 

কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সালের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (Nav per share with revalution surplus) ২৭.৭৪ টাকা, পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (Nav per share with revalution surplus) ২২.৫৭ টাকা, শেয়ার প্রতি আয় ২.০৮ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩.২৫ টাকা। 

টেকনো ড্রাগস লিমিটেড কাট-অফ প্রাইস এর ৩০ শতাংশ ডিস্কাউন্ট এ সাধারণ বিনিয়োগকারীর (জেনারেল পাবলিক) নিকট শেয়ার ইস্যু করবে। 

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং এবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডে।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।