রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৪ সদস্য গ্রেফতার

Posted on March 7, 2024

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ত্রাস সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের মদদদাতা ও গ্রুপ-লীডারসহ ৩৪ জন কিশোর গ্যাং সদস্যকে দেশীয় অস্ত্রসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বুধবার (৬ মার্চ) বিকলে ৫টা হতে রাত ১০টার দিকে র‍্যাব-৩ এর পৃথক পৃথক আভিযানিক দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও, কলাবাগান, গেন্ডারিয়া, শ্যামপুর ও ডেমরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘অটো সজল’ গ্রুপের ৮জন, ‘খোকন’ গ্রুপের ৭ জন, ‘ইউনুস’ গ্রুপের ৫ জন, ‘আনোয়ার’ গ্রুপের ৪ জন, ‘মানিক’ গ্রুপের ৫ জন এবং ‘রাহুল’ গ্রুপের ৫ জন সহ সর্বমোট ৩৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতারকৃত কিশোরগ্যাং সদস্যরা হলো- ১। মোঃ সাদ্দাম হোসেন (৩৩), পিতা-আবুল কালাম, সাং-কুন্ধপট্রি, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ২। মোঃ সুমন (২৮), পিতা-মোঃ ইয়াসিন, সাং-চৌদ্দপুর, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর, ৩। মোঃ আল আমিন (২৪), পিতা-মৃত শামীম, সাং-স্বামীবাগ, থানা-গেন্ডারিয়া, ঢাকা, ৪। পরিমল দাস (১৯), পিতা-মৃত অরুণ, সাং-কাশিনগর, থানা-ব্রাহ্মনবাড়ীয়া সদর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া, ৫। মোঃ জীবন আহম্মেদ (১৮), পিতা-মোঃ অজলোক, সাং-জিরুনডা, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ, ৬। মোঃ জাহিদুল শিকদার (২২), পিতা-জাফর শিকদার, সাং-রাই তাতের ঘাটি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৭। বিকাশ (১৮), পিতা-সুমারনন্দন, সাং-বুদ্দপাড়া, থানা-দিঘিনালা, জেলা-খাগড়াছড়ি, ৮। তাহমিদ শাহরিয়ার (২০), পিতা-শাহ আলম, সাং-চিরুয়া, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৯। রাজা মিয়া (২০), পিতা-মৃত তারা মিয়া, সাং-আইজি গেইট, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা, ১০।

মোঃ বেলায়েত কাজী (২৪), পিতা-জামাল কাজী, সাং-বলাইকান্দি, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর, ১১। মোঃ সাব্বির আহম্মেদ (২৪), পিতা-মোঃ সিদ্দিক হাওলাদার, সাং-কুড়িপাইকা, থানা-প্রতাবপুর, জেলা-পটুয়াখালী, ১২। মোঃ শান্ত হোসেন ফাহিম (২৫), পিতা-মোঃ ফয়সাল, সাং-স্বামীবাগ, থানা-গেন্ডারিয়া, জেলা-ঢাকা, ১৩। আল আমিন প্রধানিয়া (২৪), পিতা-আব্দুস সামাদ প্রধানিয়া, সাং-সেনগাঁও, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ১৪। মোঃ নিরজন, পিতা-মোঃ ইউসুফ, বাসা নং-১৬/৬-এ, থানা-শোয়ারিয়া, জেলা-ঢাকা, ১৫। সোলাইমান হোসেন ফাহিম (১৮), পিতা-নুরনবী, সাং-মেগা, থানা-চটখিল, জেলা-নোয়াখালী, ১৬। ইউনুস নুরনবী (৩৫), পিতা- আহমত আলী, সাং- বানাগাড়ী ডাকটনবাড়ী, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, ১৭। মোঃ শেখ ফরিদ (২৬), পিতা- মৃত দিন মোহাম্মদ, সাং- কারওয়ান বাজার মার্কেট, তেজগাঁও, ঢাকা, ১৮। ওমর ফারুক (২৭), পিতা- আবুল কাশেম, সাং-নজরপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, ১৯। জুয়েল (২২), পিতা- মোঃ নৃদা, সাং-চরহাজীপুর, থানা- হোসেন পুর, জেলা- কিশোরগঞ্জ, ২০। মোঃ সাগর (২৪), পিতাঃ মঞ্জু মিয়া, সাং- নগাও, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ, ২১। মোঃ আনোয়ার (১৯), পিতা- আঃ মালেক, সাং-কারওয়ান বাজার, থানা- কলাবাগান, ঢাকা, ২২। জীবন খান (১৯), পিতা- মোঃ জলিল খান, সাং-কারওয়ান বাজার, থানা- কলাবাগান, ঢাকা, ২৩। মোঃ ইয়াসিন আরাফাত (২২), পিতা- মোঃ আঃ হোসেন, সাং-চৌশারপুর নিজ পাড়া, থানা- শেরপুর, জেলা- শেরপুর, ২৪। সোহেল মিয়া (২২), পিতা-মৃত মোখলেছ মিয়া, সাং- কাচারখান্দী, থানা- রায়পুরা, জেলা-নরসিংদী, ২৫। মোঃ মানিক (৩০), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-চরবাড়ি পাড়া, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর, ২৬। মোঃ শাহিন হাওলাদার (২৪), পিতা-মৃত ইউসুফ হাওলাদার, সাং-মুতবপুর, থানা-টঙ্গিবাড়ি, জেলা-মুন্সিগঞ্জ, ২৭।

মোঃ বেলাল (২৮), পিতা-মোঃ আইয়ুব আলী হাওলাদার, সাং-পূর্ব চান্দুরা, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২৮। মোঃ নুর ইসলাম (২৯), পিতা-মৃত আব্দুস সালাম, সাং-করিমখাঁ, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, ২৯। মোঃ শরিফ (২৯), পিতা-মোঃ কাউছার, সাং-উমুদ্দী মাতব্বরের কান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, ৩০। মোঃ রাহুল গাজী (১৮), পিতা-মোঃ সুজন গাজী, সাং-আরশাফ আলী রোড, মুসলিম নগর, জিরো পয়েন্ট, থানা-ডেমরা, জেলা-ঢাকা, ৩১। মোঃ শাহীন (১৮), পিতা-মোঃ খোরশেদ আলম, গ্রাম-সন্দুরগাপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ৩২।

মোঃ মাসুম মোল্লা (১৮), পিতা-মোঃ জিলানী মোল্লা, সাং-মেঘদায়, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, ৩৩। মোঃ এহসানুল হক ইমন (১৮), পিতা-মোঃ সুমন মল্লিক, সাং-সাত বাড়িয়া (মসজিদ বাড়ি), থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল এবং ৩৪। মোঃ তুহিন (১৮), পিতা-বাচ্চু মীর, সাং-বাউশিয়া, থানা-হিজলা, জেলা-বরিশাল। গ্রেফতারকালে তাদের নিকট হতে ৯৮ পিছ ইয়াবা, ৫টি চাকু, ৩টি দা, ২টি হাসুয়া, ৬টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ১টি কাটার, ১টি হাতুড়ি, ২টি ব্লেড, ৩টি সুইচ গিয়ার, ১টি নাকলস্, ১৭টি মোবাইল এবং নগদ ১২,৬৮২ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এদের প্রতিটি কিশোর গ্যাং গ্রুপে প্রায় ১৫-২০ জন সদস্য থাকে। অটো সজল গ্রুপটি সন্ত্রাসী মোঃ সাদ্দাম হোসেনের মদদে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে। নিজেদের মধ্যে আন্তঃকোন্দলের কারনে তারা ২/৩টি গ্রুপে বিভক্ত হয়। খোকন গ্রুপটি গ্রেফতারকৃত রাজা এর মদদে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে। গ্রেফতারকৃতরা রাজধানীর গেন্ডারিয়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।

এই গ্রুপের সন্ত্রাসীরা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যেতো। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার এলাকাসহ আশপাশ এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। এছাড়াও তারা মাদক সেবনসহ সংশ্লিষ্ট এলাকায় মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল।

এছাড়াও তেজগাঁও ও কলাবাগান এলাকায় ইউনুস এবং আনোয়ার গ্রুপ দুইটি দীর্ঘদিন যাবত সন্ত্রাসী ইউনুস এবং আনোয়ার এর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। এরা রাজধানীর তেজগাঁও, আগারগাঁও, কলাবাগান, খিলগাঁও এবং এর আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং, মারামারিসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। এই গ্রুপের সদস্যরা সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্বারা বিকট শব্দ করে তেজগাঁও ফ্লাইওভার এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে অপরবাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

গ্রেফতারকৃত গ্রুপের মধ্যে মানিক গ্রুপটি রাজধানীর শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়িসহ আশপাশের এলাকায় ধৃত মোঃ মানিকের নেতৃত্বে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও গ্রেফতারকৃত রাহুল গ্রুপটি সন্ত্রাসী রাহুল গাজীর নেতৃত্বে ডেমরা এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, ছিনতাই এবং বিভিন্ন মানুষকে হুমকি, মারধরসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম করে আসছে।

রাহুল গাজীর নেতৃত্বে তার গ্রুপটি গত ২৫/২৬ দিন পূর্বে ডেমরা এলাকায় নগদ অর্থ ও মোবাইলফোন ছিনতাইকালে আরমান নামে এক কিশোর তাদেরকে বাধা দিলে তারা আরমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পেটের নাড়ি-ভুড়ি বের করে দেয়। তাদের মূল টার্গেট ছিল বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করা। এছাড়াও তারা মানিক ও রাহুল গাজীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করতো বলে জানা যায়।

গ্রেফতারকৃত কিশোরগ্যাং এর মদদদাতা ও সদস্যরা পেশায় অটো-রিক্সা চালক, ভাঙ্গারী ব্যবসায়ী, দিনমজুর, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা হলেও মূল পেশার আড়ালে তারা মূলত রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।