সূচকের পতনে কমেছে লেনদেন

Posted on March 7, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কো¤পানির ২০ কোটি ৭১ লক্ষ ২১ হাজার ৫৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭০৩ কোটি ৭০ লক্ষ ৫৮ হাজার ৪৩২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৩.৩৮ কমে ৬১১২.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.০০ পয়েন্ট করম ২০৯৪.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.১২ পয়েন্ট কমে ১৩৩৫.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, মুন্নু ফেব্রিক্স, গোল্ডেন সন, ফরচুন সুজ, আফতাব অটোমোবাইলস, বেস্ট হোল্ডিংস, বিএটিবিসি ও বিডি থাই অ্যালুমিনিয়াম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়াটিক লেব্রেটোরিজ, বীকন ফার্মা, গোল্ডেন সন, ফাইন ফুডস, এটলাস বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন, স্যান্ডার্ড ব্যাংক, সিকদার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান মিঃ ফাঃ ও প্যারামাউন্ট টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ফার্মা, মুন্নু ফেব্রিক্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, খুলনা প্রিন্টিং, হাইডেলবার্গ সিমেন্ট, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, অলিম্পিক এক্সেসোরিজ, আফতাব অটোমোবাইলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও জিএসপি ফাইন্যান্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৪৮৮২৭৭৩৪১০৭৭.০০।