ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

Posted on March 7, 2024

আতিকুর রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়। আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্টের পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এরপর মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমীতে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়’র সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আজিম-উল আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও মুক্তিযোদ্ধা কমান্ডার মসির উদ্দিন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন বাংলার মানুষকে উজ্জীবিত করেছিল।