![]() |
কর্পোরেট সংবাদ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগি অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী ও যুগ্ম-সম্পাদক পদে গনিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যের ৬টি পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী কাওছার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো.হযরত আলী, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. এনামুল হক, নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনি পাল।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শাবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আলমগীর কবির https://corporatesangbad.com/71605/ |