চকরিয়া থেকে ১৭টি চোরাই গরু উদ্ধার, আটক ২

Posted on March 7, 2024

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৭ টি চোরাই গরু উদ্ধার করেছে।

বুধবার (৬ মার্চ) রাত ১০ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের গহীন জঙ্গল থেকে এ গরু গুলো উদ্ধার করা হয়।

ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, ডুলাহাজারা ইউনিয়নের ৪০ জনের উপরে চিহ্নিত ডাকাতরা এ কাজে জড়িত।তারা কিছু দিন নিষ্ক্রিয় থাকার পর আবার সংঘবদ্ধ হয়ে এ কাজে জড়িত হয়েছে।এদেরকে দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিলে এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।

উদ্ধারকৃত গরুর মালিক কুমিল্লা জেলার চান্দিনা থানার মাদাইয়া এলাকার আবুল কালাম বলেন, বুধবার বিকালে গরুগুলো কুমিল্লা নিয়ে যাওয়ার সময় ডুলাহাজারা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত আমার ১৭ টি গরু নিয়ে যায়। এমতাবস্থায় আমি চকরিয়ায় থানায় যোগাযোগ করলে দ্রুত সময়ে পুলিশ অভিযান চালিয়ে আমার গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয় এবং এ সময় ২ জন ডাকাতকে আটক করা হয়।আমি ওদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, চুরি হয়ে যাওয়া গরু গুলো উদ্ধার করা হয়েছে। এ সময় গরু চুরির অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা বলেন, সিন্ডিকেট বড়,তারা বিভিন্ন থেকে জায়গা থেকে সাপোর্ট পাচ্ছে।তবে নিয়মিত অভিযান পরিচালনা করলে চুরির তৎপরতা কমে আসবে।

আটককৃত ডাকাতরা হলেন-কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঢাকিপাড়া এলাকার মিজানুর রহমান ও কক্সবাজারের ঈদগাঁহ এলাকার মোহাম্মদ শাহীন।