রমজানে শেয়ার বাজারে লেনদেনের নতুন সূচি

Posted on March 7, 2024

পুঁজিবাজার ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রমজানে ডিএসই ও সিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে।

এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ২০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। রমজান মাস এবং ঈদুল ফিতর এর ছুটির পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে।

এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।