![]() |

মাসুদ রানা,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি জমিতে সরকারী অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে জমির মালিক মোঃ আশরাফুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৬ মার্চ) বেলা -২ টার সময় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সেনগাঁতী গ্রামের মাঠে পুকুর খননের খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সানজিদা সুলতানা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা ও জরিমানার আদেশ দেন।
আশরাফুল ইসলাম উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের সেনগাঁতী গ্রামের মোঃ শফিজ উদ্দিন প্রামানিকের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিএ মোঃ শরিফুল ইসলাম ও উল্লাপাড়া মডেল থানার পুলিশ বাহিনীর সদস্যরা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| উল্লাপাড়ায় পুকুর খননের অপরাধে কারাদণ্ড https://corporatesangbad.com/71523/ |