সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on March 6, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ২০ কোটি ১১ লক্ষ ৫ হাজার ৪১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩০ কোটি ৩৯ লক্ষ ৪৬ হাজার ১৫০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৫.০০ পয়েন্ট বেড়ে ৬১৬৬.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৬৩ পয়েন্ট বেড়ে ২১০৬.৩৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৬৫ পয়েন্ট বেড়ে ১৩৪৩.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং সিরামিক, ফরচুন সুজ, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, বীকন ফার্মা, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স ও জিপি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বিএটিবিসি, শাশা ডেনিমস, গোল্ডেন সন, সায়হাম কটন, সানলাইফ ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইলস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফার্স্ট ফাইন্যান্স, বিআইএফসি, মিথুন নিটিং, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইনটেক লিঃ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এডভেন্ট ফার্মা, ফু-ওয়াং ফুড, আইসিবি সোনালী ব্যাংক মিঃ ফাঃ ও তৌফিকা ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৫২১৭৬০৫৪৫২৯৩.০০।