বিপিএলে খেলতে চায় গাজীপুর-নোয়াখালীসহ ৪ দল

Posted on March 6, 2024

স্পোর্টস ডেস্ক : জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। নানান ঘটনা প্রবাহ শেষে অধরা শিরোপার স্বাদ পেয়েছে ফরচুন বরিশাল।

এবারের খেলায় প্রতিদ্বন্দ্বিতা, ধারাভাষ্য থেকে শুরু করে সম্প্রচারের মান বেশ ভালো ছিল এবার । তাই দর্শকও মাঠে এসে উপভোগ করেছে খেলা। দিন কয়েক আগে শেষ হলেও বিপিএলের রেশ আছে এখনও। এরই মধ্যে জানা গেল নতুন খবর।

আগামী বিপিএলে আরও চারটি নতুন দল অংশ নিতে বিসিবির কাছে আবেদনপত্র জমা দিয়েছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে বিপিএলের কলেবর কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিপিএলে নতুন দল হিসেবে খেলতে আবেদনপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

দেশের এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মল্লিক নতুন দলের আবেদনপত্র জমা দেয়ার বিষয়টি জানান। বিপিএলে অংশগ্রহণের জন্য মোট চারটি নতুন দল আবেদন জানিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ব্যস্ত সূচির কারণে দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মল্লিক।

বিসিবির এই কর্তাব্যক্তি বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।’

দল বাড়ানোর চ্যালেঞ্জ কোথায় তাও জানিয়েছেন মল্লিক। বিপিএল নিয়ে সবচেয়ে বড় অভিযোগ, এমন এক সময়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়, যখন বিশ্বের নানাপ্রান্তে লিগ চলে। বিপিএলে দলের সংখ্যা বাড়লে অতিরিক্ত দিনগুলোর খেলা চালানোর চ্যালেঞ্জের কথাই জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় ১০টা দিন আরও অতিরিক্ত লাগে।’

তবে নতুন করে আবেদন করা দলগুলোর কোনটিকে কি বিপিএলে দেখার সম্ভাবনা একেবারেই নেই? - সম্ভাবনার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না বিসিবির এই কর্তাব্যক্তি। বর্তমানে যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো খেলছে, তার কোনটি যদি নাম প্রত্যাহার করে, সে ক্ষেত্রে সুযোগ মিলতে পারে বলে জানান তিনি।'

আরও পড়ুন:

চার বছর নিষিদ্ধ পোগবা

বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বরিশাল

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব