সূচকের সাথে কমেছে লেনদেনও

Posted on March 5, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কো¤পানির ২২ কোটি ২০ লক্ষ ৬৫ হাজার ৩২৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৪৩ কোটি ৭২ লক্ষ ৫৮ হাজার ২৭৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৪.১১ পয়েন্ট কমে ৬১৩১.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১০.৬১ পয়েন্ট কমে ২০৯৭.৭১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.২৭ পয়েন্ট কমে ১৩৪০.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি জেনারেল ইন্সুঃ, বিএটিবিসি, ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, তৌফিকা ফুড, বেস্ট হোল্ডিং, এডভেন্ট ফার্মা, অলিম্পিক ইন্ডাঃ, ফরচুন সুজ ও মুন্নু ফেব্রিক্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গোল্ডেন সন্স, ফু-ওয়াং সিরামিক, জিকিউ বলপেন, এইচআর টেক্স, বীচ্ হ্যাচারী, বিডি অটোকারস, বঙ্গজ লিঃ, অলিম্পিক ইন্ডাঃ, ফরচুন সুজ ও তৌফিকা ফুড।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-অ্যাক্টিভ ফাইন, এএফসি অ্যাগ্রো, বিএটিবিসি, প্রাইম টেক্স, ফারইস্ট লাইফ, ফ্যামিলি টেক্স, এসইএমএল এলইএমএফ মি. ফা., মিরাকল ইন্ডা:, আরএন স্পিনিং ও তাল্লু স্পিনিং।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৭৪৮২০৪৬৩৭৫৮৭৫.০০।