![]() |

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের মালিকানাধীন চিনিকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সোমবার বিকাল ৪টায় এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ছয়টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।
এ বিষয়ে জানার জন্য এস আলমে গ্রুপের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এস আলম গ্রুপের চিনিকলে আগুন https://corporatesangbad.com/71025/ |