শ্রীপুরে ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

Posted on March 4, 2024

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতিকালে ঘটনাস্থলে পুলিশের টহল দল উপস্থিত হলে ডাকাতরা কুপিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করেছে। পরবর্তীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চলন্ত গাড়ির চাপায় আহত হয় ডাকাত দলের এক সদস্য।

আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মো. রুহুল আমিন ও মো. সেলিম। তাঁরা দুজনই শ্রীপুর থানায় কর্মরত।

আহত ডাকাত সদস্যর নাম রুবেল মিয়া। সে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রুবেল মিয়া। আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার উপপরিদর্শক এনায়েত কবির বলেন, সহকারী উপপরিদর্শক আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন চার পুলিশ সদস্য। রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারেন হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছে। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে তারা রাম দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর আহত করে।
উপপরিদর্শক এনায়েত কবির আরও বলেন পুলিশের অনন্য সদস্যরা ধাওয়া দিলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে রুবেল নামে একজনের আহত হয়ে রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে আহত পুলিশ সদস্য এবং ডাকাতকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়।