অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

Posted on March 4, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির পরিচালক নুরজাহান হুদার তিনটি ভিন্ন বিও হিসাবে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ২৬ হাজার ৩১৫টি শেয়ার তার ছেলে ইআই ইদ্রিস হুদাকে উপহার হিসাবে প্রদান করবেন। ইদ্রিস হুদা কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।

জানা যায়, সেপ্টেম্বর ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা, ডিসেম্বর ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৯৬ পয়সা এবং কোম্পানির প্রথম ৬ মাসে ইপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৭৬পয়সা। ২০২৩ সমাপ্ত বছরে ইপিএস ছিল ৭ টাকা ৭৮ পয়সা, ২০২২ সালে ছিল ৬ টাকা ০৩ পয়সা, ২০২১ সালে ছিল ১০ টাকা ১৯ পয়সা, ২০২০ সালে ছিল ১০ টাকা ১৩ পয়সা ও ২০১৯ সালে ইপিএস ছিল ৯ টাকা ৩৬ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৫০ টাকা ১২ পয়সা, ২০২২ সালে ৪৬ টাকা ৮৪ পয়সা, ২০২১ সালে ৪৬ টাকা ২১ পয়সা, ২০২০ সালে ৪১ টাকা ২২ পয়সা ও ২০১৯ সালে ছিল ৩৬ টাকা ০৯ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৬০ শতাংশ নগদ, ২০২২ সালে ৪৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৫৪ শতাংশ নগদ, ২০২০ সালে ৫২ শতাংশ নগদ, ২০১৯ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

৩০-৬-২০২৩ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ৮০২১ কোটি ৯০ লাখ টাকা। ৩০-৬-২০২৩ কোম্পানিটির স্বল্প মেয়াদী লোন ছিল ১৭৬৬ কোটি ৬১ লাখ টাকা ও কোম্পানিটির দীর্ঘ মেয়াদী লোন ছিল ২৬৪ কোটি ৭৬ লাখ টাকা। ডিএসিতে কোম্পানির কোন ক্রেডিট-রেটিং তথ্য দেওয়া নেই। অর্থাৎ কোম্পানি আদৌ কোন ক্রেডিট-রেটিং রির্পোট হয়েছে বলে দৃশ্যমান হয়নি।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯৯৯ কোটি ৩৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি লাখ ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬ টাকা।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪৪.৬৬ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯.০০ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ২৪.৭৫ শতাংশ শেয়ার এবং বাকি ১১.৫৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৪১.০০ টাকা থেকে ১৮০.০০ টাকা। আজকের দর উঠানামা হয়েছে ১৪৪. ১০ টাকা থেকে ১৪৭.৭০ টাকার মধ্যে। গতকাল সমাপনী দর ছিল ১৪৪.৩০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৪৪.১০ টাকা। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।