দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

Posted on March 3, 2024


রফিকুল ইসলাম (রাব্বি)
: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৩ মার্চ) ডিএসইতে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৫ কোটি টাকা ৭৬ লাখ ১৯ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৭৬ লাখ ১৯ হাজার ৬৯০ টাকা।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১২-২০২৩ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩২.৩১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৪.১৯ শতাংশ শেয়ার এবং বাকি ৫৩.৫০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৪০.০০ টাকা থেকে ৬৬.১০ টাকা। আজকের দর উঠানামা করেছে ৪৮.৫০ টাকা থেকে ৫৪.৩০। গতকাল সমাপনী দর ছিল ৪৯.৪০ টাকা, আজকের সমাপনী দর ৫৪.২০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪৮.৫০ টাকা। ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বর্তমানে বি ক্যাটাগরিতে অবস্থান করছে।