গাজীপুরে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ৫ কারখানাকে জরিমানা

Posted on March 3, 2024

গাজীপুর প্রতিনিধি : রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডে ৪৪ জন নিহতের পরে গাজীপুরে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে পোশাক কারখানায় যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ও এসিড নিরাপত্তা আইনে গাজীপুরের কোনাবাড়ি পাঁচটি কারখানাকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:শাহরুখ খান এর নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফায়ার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ আর কে নিটিং লিমিটেডকে ১১ হাজার, আলিফ এন্টারপ্রাইজ কে ১১হাজার, এস এম সোর্সিং লিমিটেডকে ১১হাজার, কেআর কেমিক্যাল কে ৬হাজার এবং এসিড নিয়ন্ত্রণ আইনে এমএম নিট ওয়্যার লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ আল আরিফিন এবং ওয়্যারহাউস ইন্সপেক্টর মো: সফিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।