সূচক কমলেও বেড়েছে লেনদেন

Posted on March 3, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ৩১ কোটি ৪৩ লক্ষ ৪০ হাজার ৮১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৮১ কোটি ৫৫ লক্ষ ২৫ হাজার ৯৮২ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৯.৩৫ পয়েন্ট কমে ৬২১৫.১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.০৫ পয়েন্ট কমে ২১১৩.৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৯৩ পয়েন্ট কমে ১৩৪৯.৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যাক্টিভ ফাইন, মুন্নু ফেব্রিক্স, লাফার্জহোরসিম, অলিম্পিক এক্সেসোরিজ, ফু-ওয়াং ফুড, জিপি ও ইভিন্স টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সানলাইফ ইন্স্যুরেন্স, অ্যাক্টিভ ফাইন, অলিম্পিক এক্সেসোরিজ, প্যাসিফিক ডেনিমস, ফাইন ফুডস, এএফসি এগ্রো, বিডি থাই অ্যালুমিনিয়াম, প্রাইম টেক্সটাইল, জিএসপি ফাইন্যান্স ও বিডি ফাইন্যান্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জিপি, ইন্টারন্যাশনাল লিজিং, এবি ব্যাংক, এসবিএসি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, রিজেন্ট টেক্সটাইল, আইসিবি এপ্লয়িজ প্রভিডেন্ট মিঃ ফাঃ১ স্কিম১, এবি ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, ফার্স্ট ফাইন্যান্স ও আইএফআইসি ব্যাংক।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৭৫৭০৩৯৬৬৭৪৫৬০.০০।