চার বছর নিষিদ্ধ পোগবা

Posted on March 3, 2024

স্পোর্টস ডেস্ক : চার বছরের জন্য নির্বাসিত হলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ও জুভেন্টাস তারকা পল পোগবা। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আগেই নির্বাসিত হয়েছিলেন সাময়িকভাবে। মূলত পোগবার শরীরে উচ্চমাত্রায় টেস্টোস্টেরন পাওয়ার কারণে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইটালির জাতীয় ডোপ-বিরোধী সংস্থা নাডো ইটালিয়া গত সেপ্টেম্বর পোগবাকে সাময়িক নির্বাসিত করেছিল। গত ২০ অগস্ট সেরি আ-তে উদিনেজের বিরুদ্ধে মাঠে নেমেছিল জুভেন্টাস। যদিও পোগবা ছিলেন বেঞ্চে। এই ম্য়াচের পরেই এমবাপে-গ্রিজম্য়ান-জিরুদের জাতীয় দলের সতীর্থর বি নমুনা পরীক্ষা হয়। গত অক্টোবরে সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

জানা গিয়েছে যে, পোগবার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরোনের (যা সেবন একেবারে নিষিদ্ধ) উপস্থিতি পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞার খবরে ভেঙে পড়েন ৩০ বছর বয়সী পোগবা।

পোগবা ইনস্টাগ্রামে লেখেন, 'আমি আজই ট্রাইবুনাল নাজিওনাল অ্যান্টিডোপিংয়ের সিদ্ধান্তের ব্য়াপারে অবগত হয়েছি। আমি বিশ্বাস করি এই রায় ভুল। আমি দুঃখিত, হতবাক। আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমি পেশাদার কেরিয়ারে যা কিছু অর্জন করেছি, তাই কেড়ে নেওয়া হয়েছে। আমি যখন এই আইনি সীমাবদ্ধতা থেকে মুক্ত হব তখন পুরো ঘটনাটিই পরিষ্কার হয়ে যাবে। আমি কখনই সজ্ঞানে বা ইচ্ছাকৃতভাবে, এমন কোনও সাপ্লিমেন্ট নিইনি যা ডোপিংয়ের নিয়ম বিরোধী। একজন পেশাদার ক্রীড়াবিদ হিসাবে আমি কখনই নিষিদ্ধ কিছু ব্যবহার করে আমার পারফরম্যান্স বাড়ানোর মতো কাজ করব না। আমি আজ পর্যন্ত যে যে দলের হয়ে খেলেছি, সেই দলের সতীর্থই নয়, প্রতিপক্ষের ক্রীড়াবিদ ও সমর্থকদের সঙ্গে কখনও প্রতারণা করিনি। তাদের অসম্মান করিনি। আজ আমার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টে এই নিয়ে আবেদন করব।' এখন দেখার পোগবার ভবিষ্য়ত কোন দিকে যায়। ২০২৬ পর্যন্ত পোগবার সঙ্গে চুক্তি রয়েছে ইটালিয়ান জায়ান্টদের।

উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে ২০২২ সালে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে ফেরেন পগবা। তারপর থেকে একের পর এক চোটে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। আর এবার খেলেন বড় ধাক্কা।

আরও পড়ুন:

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বরিশাল

এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো, সঙ্গে জরিমানাও