বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

Posted on March 2, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় শোক জানিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন।

শনিবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ঢাকায় ভারতের হাইকমিশন।

ঢাকায় ভারতের হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীকে সম্বোধন করে চিঠিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে মোদি বলেন, ভারত এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে। সেইসঙ্গে তার বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে বেইলি রোড ট্র্যাজেডিতে প্রাণ হারায় ৪৬ জন। এরই মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম সেনাবাহিনী গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

রাজউক ও গণপূর্তকে সতর্ক হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বেইলি রোডে অগ্নিকাণ্ড: ৪৪ জনের মরদেহ হস্তান্তর