সূচকের পতনে লেনদেন শেষ

Posted on February 29, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ২৭ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯১৬ কোটি ৪২ লক্ষ ১ হাজার ৪৭৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৪.০৯ পয়েন্ট কমে ৬২৫৪.৫৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৮২ পয়েন্ট কমে ২১২৬.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৮৫ পয়েন্ট কমে ১৩৫৯.৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, এনআরবি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, সোনালী পেপার, মুন্নু ফেব্রিক্স, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ, বিডি থাই অ্যালুমিনিয়াম ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফাইন ফুডস, কাট্টালী টেক্সটাইল, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সেন্ট্রাল ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, কুইন সাউথ টেক্সটাইল ও এইচ আর টেক্সটাইল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, ফারইস্ট ফাইন্যান্স, মনোস্পুল পেপার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, নাভানা সিএনজি, আরামিট সিমেন্ট, জেমিনী সী ফুড, নূরানী ডাইং ও আইটিসি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬০৭২৩৪৮৩৫০০৪.০০।