ডিএস৩০ সূচক সমন্বয়: বাদ ৫ টি, যোগ হল ৫ কোম্পানি

Posted on January 19, 2023

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজারমূলধনের দিক থেকে শীর্ষ অবস্থানে থাকা ৩০ কোম্পানি নিয়ে গঠিত মূল্যসূচক ডিএস৩০ সমন্বয় করা হয়েছে। সমন্বিত সূচকে নতুন করে ৫ টি কোম্পানি যোগ হয়েছে ও বাদ পড়েছে ৫ টি কোম্পানি।

সমন্বিত সূচকটি আগামী ২২ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমন্বিত সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো : সামিট পাওয়ার লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

সমন্বিত সূচকে যোগ হওয়া কোম্পানিগুলো হলো : আইএফআইসি ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।