রেনেটার এমডির শেয়ার ক্রয় সম্পন্ন

Posted on February 29, 2024

রফিকুল ইসলাম(রাব্বি) : পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার কবির ডিএসইর প্রচলিত বাজার মূল্যে ১০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।এর আগে গত ১৯ ফেব্রুয়ারি শেয়ার ক্রয়ের ঘোষণা দেয় এই ব্যবস্থাপনা পরিচালক।

জানা যায়, সেপ্টেম্বর ২০২৩ এ প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮৯০ পয়সা, ডিসেম্বর ২০২৩ এ দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৭ টাকা ৬৮০ পয়সা এবং কোম্পানির প্রথম ৬ মাসে ইপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭০ পয়সা। ২০২৩ এ ইপিএস ছিল ২০ টাকা ৪০ পয়সা, ২০২২ সালে ছিল ৪৭ টাকা ৬৮ পয়সা, ২০২১ সালে ৫১ টাকা ৯৪ পয়সা ,২০২০ সালে ৪৫ টাকা ২৯ পয়সা ও ২০১৯ সালে ইপিএস ছিল ৪৬ টাকা ৬৩ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ২০২৩ সালে ২৬৬ টাকা ৮৭ পয়সা, ২০২২ সালে ২৭৪ টাকা ৩৯ পয়সা, ২০২১ সালে ২৬৩ টাকা ৮৫ পয়সা ,২০২০ সালে ২৪৫ টাকা ৬৫ পয়সা ও ২০১৯ সালে ছিল ২৩০ টাকা ৯০ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ৬২.৫০ শতাংশ নগদ, ২০২২ সালে ১৪০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক, ২০২১ সালে ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২০ সালে ১৩০ শতাংশ নগদ স্টক ১০ শতাংশ ও ২০১৯ সালে ১০০ শতাংশ নদগ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যালোচনায় দেখা যায়, ৯-১২-২০২৩ সমাপ্ত বছরের সর্বশেষ তথ্য মোতাবেক কোম্পানির রির্জাভে রয়েছে ২৯১২ কোটি ৪৩ লাখ টাকা। ৩০-৬-২০২৩ এ কোম্পানিটির স্বল্প মেয়াদী লোন ছিল ৩৪১ কোটি ৬ লাখ ১০ হাজার টাকা ও দীর্ঘ মেয়াদী লোন ছিল ১০৮৭ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৮৫ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি লাখ ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯১ টাকা।
ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩১-১-২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৫১.২৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৯৬৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ২২.৬৭ শতাংশ শেয়ার এবং বাকি ৬.৩৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৯২৮.৫০ টাকা থেকে ১২১৭.৯০ টাকা। আজকের দর উঠানামা হয়েছে ৯৫২.৪০ টাকা থেকে ৯৬৪.০০ টাকার মধ্যে। গতকাল সমাপনী দর ছিল ৯৫১.৮০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৯৫২.৪০ টাকা। ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত রেনেটা লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।