দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

Posted on February 28, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৭টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের।

আজ বুধবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৫.৬০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৫.২৮ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৪.০৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই ফুড, সানলাইফ ইন্সুরেন্স, তাল্লু স্পিনিং, এসবিএসি ব্যাংক, আফতাব অটোমোবাইস এবং শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি।