![]() |
কর্পোরেট ডেস্ক: রাজধানীর নীলক্ষেতে আইসিএমএ ভবনে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা হতে জানুয়ারি-জুন, ২০২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আইসিএমএবি এর সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ ।
কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দেশের স্বনামধন্য পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে আইসিএমএবি-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ নতুন শিক্ষার্থীদের পেশাগত জীবনে সমৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট মোঃ আখতারুজ্জামান এফসিএমএ, সেক্রেটারি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ ও ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের আইসিএমএবিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত https://corporatesangbad.com/69755/ |