সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on February 27, 2024

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবস। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২৫ কোটি ৮৫ লক্ষ ৭২ হাজার ৩৫০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৯৮ কোটি ২০ লক্ষ ৫৩ হাজার ৮৬৭ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৩.০৯ পয়েন্ট বেড়ে ৬২৭২.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে ২১৩৮.০০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.১০ পয়েন্ট বেড়ে ১৩৬৫.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেস্ট হোল্ডিংস, ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইল, ফরচুন সুজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম, জেমিনী সী ফুড ও মুন্নু ফেব্রিক্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আফতাব অটোমোবাইল, বিবিএস ক্যাবলস, মুন্নু ফেব্রিক্স, মনোস্পুল পেপার, নাভানা সিএনজি, ফাইন ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং ও ফু-ওয়াং সিরামিক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা প্রিন্টিং, ইনটেক লিঃ, পিপলস ইন্স্যুরেন্স, এসবিএসি ব্যাংক, মেঘনা পেট, প্রাইম ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড, এমএল ডাইং, হামিদ ফেব্রিক্স ও আমান কটন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২২১৬৬৩৩৮০৪৩.০০।