নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬০টি কোম্পানির ৯ কোটি ৯৬ লক্ষ ৩ হাজার ৯৮১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯০ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৮৯১ টাকা।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৭.২৭ পয়েন্ট বেড়ে ৬২৬৫.৪৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৮১ পয়েন্ট কমে ২২০৮.৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৩৫ পয়েন্ট বেড়ে ১৩৬৭.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, বসুন্ধরা পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইটিসি, শাইনপুকুর সিরামিক, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, বিডিকম অনলাইন ও সী পার্ল বীচ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: আইটিসি, ঢাকা ইন্স্যুরেন্স, জেমিনী সী ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইনটেক লিঃ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও কর্ণফূলী ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইসলামি ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মালেক স্পিনিং, হাওয়া ওয়েল টক্সটাইল, লাফার্জহোলসিম, ইন্ট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স ও শমরিতা হসপিটাল।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৫৬৮৪১৩৩৩৭২৭৩.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচক বাড়লেও কমেছে লেনদেন https://corporatesangbad.com/6941/ |