বাংলা‌দেশ উন্মুক্ত বিশ্ব‌বিদ্যালয় ক্যাম্পা‌সে শিক্ষামেলা ২৮‌ ফেব্রুয়া‌রি

Posted on February 26, 2024

কর্পোরেট ডেস্ক: বুধবার (২৮ ফেব্রুয়ারি) ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাউবির গাজীপুরস্থ ক্যাম্পাসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে “শিক্ষামেলা” আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বাউবি’র বোর্ড অব গভর্নর্স  এর সম্মানিত  সদস্য শেখ কবির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, পিএইচডি এবং এফআইইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ।

এ উপলক্ষে সকাল ১০টায় কেন্দ্রের মূল মিলনায়তনে “সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে উচ্চশিক্ষার সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

মেলায় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভা‌র্সিটি‌তে বি‌ভিন্ন প্রোগ্রা‌মে ভ‌র্তিতে থাক‌ছে সবার জন্য  ৬০% টিউশন ফি স্কলার‌শি‌পের সু‌যোগ। এছাড়াও মেধার উপর ভি‌ত্তি ক‌রে ১০০% পর্যন্ত স্কলারশীপ। ‌শিক্ষামেলা সকাল ১০টায় শুরু হ‌য়ে বিকাল ৪টা পর্যন্ত চল‌বে।