গলাচিপায় সচেতনতা মূলক পল্লী সঙ্গীতানুষ্ঠান

Posted on February 25, 2024

মোঃ হাফিজ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’ (জিওবি) শীর্ষক প্রকল্পের আওতায় পল্লী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার এর নির্দেশে ইউনিসেফ এর সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর ফেরিঘাট, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও জোলেখা বাজারে এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো. মেহেদী হাসান। এতে সচেতনতা মূলক সঙ্গীত পরিবেশন করেন পটুয়াখালী সাংস্কৃতিক জোটের সদস্য বাউল শিল্পী বশির আহম্মেদ ও তার দলবল। শিশু, কিশোর-কিশোরী ও নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।