প্রধান কার্যালয় ভবনের জন্য জমি কিনবে ব্র্যাক ব্যাংক

Posted on February 25, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার তালিকাভূক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ঢাকা শহরের তার প্রধান কার্যালয় ভবনের জন্য জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি জমি ক্রয় করতে পারবে। জমি ক্রয়ের জন্য ব্র্যাক ব্যাংকের খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা।

পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২২ এ হয়েছে ৪ টাকা ০২ পয়সা, ২০২১ সালে হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, ২০২০ সালে হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা, ২০১৯ সালে ৪ টাকা ০১ পয়সা ও ২০১৮ সালে ছিল ৫ টাকা ১৭ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএআই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২২ সালে ৪০ টাকা ৮৬ পয়সা, ২০২১ সালে ৪১ টাকা ০৮ পয়সা, ২০২০ সালে ৩৬ টাকা ৬৩ পয়সা, ২০১৯ সালে ৩২ টাকা ৯০ পয়সা ও ২০১৮ সালে ৩২ টাকা ৮৭ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ৭.৫০ শতাংশ নগদ, ২০২১ সালে ৭.৫০ শতাংশ নগদ, ২০২০ সালে ১০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭.৫ শতাংশ নগদ, ২০১৮ সালে ১৫ শতাংশ নগদ স্টক নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬০৮ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৪৬.২৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৬.৮২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ২৯.৯০ শতাংশ শেয়ার এবং বাকি ৭.০৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩২.৩০ টাকা থেকে ৪৩.৪০ টাকায়। আজকে দর উঠানামা হয়েছে ৪২.৬০ টাকা থেকে ৪৩.৪০ টাকার মধ্যে এবং আজকের ওপেনিং দর ৪৩.০০ টাকা। গতকাল সমপদী দর ছিল ৪৩.০০ টাকা এবং আজকের সমাপদীদর ৪২.৯০ টাকা। বাজারের মূলধন হলো ৬ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৬৫৭ টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।

69,179.657