দর পতনের শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

Posted on February 25, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৭.৮১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পাওয়ার গ্রীডের শেয়ার দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৬.৯০ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৫.৯৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মুন্নু ফেব্রিকস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, কুইন সাউথ টেক্সটাইল, বাংলাদেশ ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্স, এএফসি এগ্রো বায়োটেক, আফতাব অটোমোবাইলস, উত্তরা ব্যাংক এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেড।