সিঙ্গারের লেনদেন চালু আজ

Posted on February 25, 2024

রফিকুল ইসলাম (রাব্বি) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের লেনদেন রেকর্ড ডেটের পর আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। গত মঙ্গলবার সিঙ্গার বিডির স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। তার আগে ১৯ ও ২০ ফেব্রুয়ারি কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছিল কোম্পানিটির। তাই আজ রবিবার সাপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চালু করবে কোম্পানিটি।

পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২২ এ হয়েছে ০ টাকা ৭৩ পয়সা, ২০২১ সালে হয়েছে ৫ টাকা ২০ পয়সা, ২০২০ সালে হয়েছে ৭ টাকা ৮৫ পয়সা, ২০১৯ সালে ১০ টাকা ৩৫ পয়সা ও ২০১৮ সালে ছিল ১১ টাকা ৯৬ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএআই) তথ্য অনুযায়ী, কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২২ সালে ২৮ টাকা ৬২ পয়সা, ২০২১ সালে ৩৪ টাকা ০৬ পয়সা, ২০২০ সালে ৩২ টাকা ১৯ পয়সা, ২০১৯ সালে ৩২ টাকা ০২ পয়সা ও ২০১৮ সালে ৩০ টাকা ১৩ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৪ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২২ সালে ১০ শতাংশ নগদ, ২০২১ সালে ৬০ শতাংশ নগদ, ২০২০ সালে ৩০ শতাংশ নগদ, ২০১৯ সালে ৭৭ শতাংশ নগদ ও ২০১৮ সালে ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮ টাকা। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৫৭.০০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬.৭২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ২.৩৭ শতাংশ শেয়ার এবং বাকি ১৩.৯১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ১৪৯.০০ টাকা থেকে ১৬৭.০০ টাকা। আজকের দর উঠানামা হয়েছে ১৪৭.০০ টাকা থেকে ১৪৯.২০ টাকার মধ্যে। ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।