জেলা আইনজীবী সমিতির নির্বাচন

Posted on February 25, 2024

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি- জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ৪৪২ ভোট পেয়ে সভাপতি এবং একই প্যানেলের এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ৪৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে এই প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বাকের শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেল সমিতির ১৭টি পদের মধ্যে সভাপতি সহ মোট ১৪টি পদে বিজয় লাভ করে।

অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এডভোকেট ফরিদুল আলম-এডভোকেট নুরুল হুদা প্যানেল সিনিয়র সহ সভাপতি সহ মাত্র ৩টি পদে বিজয় লাভ করে।

বিএনপি- জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেলের অন্যান্য নির্বাচিতরা হলেন-সহ সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, প্রাপ্ত ভোট-৫০৭, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট আবদুর রশিদ, প্রাপ্ত ভোট-৫২৭, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট কলিম উল্লাহ, প্রাপ্ত ভোট-৪২২, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ, প্রাপ্ত ভোট-৪৫৮, আপ্যায়ন ও ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শেফাউল করিম রানা, প্রাপ্ত ভোট-৬১৯, সিনিয়র নির্বাহী সদস্য পদে এডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, প্রাপ্ত ভোট-৪৮৬, এডভোকেট আমির হোসাইন-২, প্রাপ্ত ভোট-৪১২ এবং এডভোকেট আবদুল কাইয়ুম, প্রাপ্ত ভোট-৪১২ ভোট নির্বাচিত হয়েছেন। এছাড়া জুনিয়র নির্বাহী সদস্য পদের ৪টি পদের মধ্যে ৪টিতেই বিএনপি- জামায়াত প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। তাঁরা হলেন-এডভোকেট মুহাম্মদ আবদুল খালেক, প্রাপ্ত ভোট-৪৯৯, এডভোকেট মুহাম্মদ জুবাইরুল ইসলাম, প্রাপ্ত ভোট-৪৮২, এভোকেট মোহাম্মদ ফায়সাল মোশারফ, প্রাপ্ত ভোট-৪৭৪ এবং এডভোকেট শাহা আলম, প্রাপ্ত ভোট-৪৩২।

মোট ৯২৭ ভোটের মধ্যে ২ টি ভোট কেন্দ্রে ৮৭৭ ভোট ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮০২ ভোট এবং চকরিয়া উপজেলা ভোট কেন্দ্রে ৭৫ ভোট কাস্ট হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি এভোকেট মাহবুবুর রহমান, প্রাপ্ত ভোট-৪৪৭, সিনিয়র নির্বাহী সদস্য পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, প্রাপ্ত ভোট-৬২৭, এডভোকেট শওকত বেলাল (প্রাপ্ত ভোট-৪২৬), এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সর্বোচ্চ ৬২৭ ভোট এবং আপ্যায়ন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট শেফাউল করিম রানা প্রাপ্ত ৬১৯ ভোট।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকের-প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, এডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও এডভোকেট মোহাম্মদ ফেরদাউস-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ শফিউল হক, এডভোকেট মোস্তাক আহমদ-৪, এডভোকেট ফরিদ আহমদ, এডভোকেট নুর আহমদ-২,এডভোকেট আবু ছিদ্দিক এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে।