‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Posted on February 24, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : ‘বঙ্গবন্ধু অ্যাপ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং বাংলাদেশ সৃষ্টির ইতিহাস তুলে ধরা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দরবার টেকনোলজিস লিমিটেডের তৈরি অ্যাপটি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অ্যাপটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, এতে জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, একই সাথে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপটি তৈরির মহতী উদ্যোগের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন:

বিচার বিভাগকে স্মার্ট করার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন প্রতিনিধিদল

ফোবানা সম্মেলনের মাধ্যমে দেশের ইতিহাস-সংস্কৃতি তুলে ধরুন: প্রধানমন্ত্রী

দেশে ডলার সংকট নেই, তবে দাম বাড়তি: সালমান এফ রহমান