সূচকের সাথে বেড়েছে লেনদেনও

Posted on February 22, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ২৭ কোটি ৪৫ লক্ষ ৩৬ হাজার ৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৬২ কোটি ১৮ লক্ষ ৫ হাজার ৯১১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১৭.৮৩ পয়েন্ট বেড়ে ৬২৭৩.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৪৫ পয়েন্ট বেড়ে ২১৩৯.৫৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৭৫ পয়েন্ট বেড়ে ১৩৬০.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- উত্তরা ব্যাংক, বেস্ট হোল্ডিং, মুন্নু ফেব্রিকস, আলিফ ইন্ডাঃ, জেমীনি সী ফুড, আইটিসি, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্সুঃ, ফু-ওয়াং সিরামিকস ও ইন্ট্র্যাকো রি ফুয়েলিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ভিএফএস থ্রেড, মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, কুইন সাউথ টেক্সটাইল, ইস্কয়ার নীট, কাট্টালি টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, হামিদ ফ্রেব্রিকস, গোল্ডেন সন্স ও উত্তরা ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আরএসআরএম স্টিল, সামিট পাওয়ার, খান ব্রাদার্স পিপি, আইটিসি, জিএসপি ফাইন্যান্স, আমরা নেট, বেস্ট হোল্ডিং, ইন্টারন্যাশনাল লিজিং, অগ্নি সিস্টেম ও বীকন ফার্মা

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২০১৪৭৪৫৬৮০১.০০।