দর পতনের শীর্ষে রতনপুর স্টিল

Posted on February 22, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবসে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৬.৮২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ার দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৬.৫৪ শতাংশ।

আর ১৩ টাকা ৬০ পয়সা বা ৬.৯৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইটি কনসালটান্টস, জিএসপি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্কস, বেস্ট হোল্ডিংস, ইন্টারন্যাশনাল লিজিং, অগ্ণি সিস্টেমস এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।